চট্টগ্রাম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে র‌্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

৩ ফেব্রুয়ারি, ২০২২ | ২:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ার টইটং জুমপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্র তৈরির কারখানা থেকে ৮টি দেশীয় বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ৩ জন অস্ত্র কারিগরকে আটক করা হয়।

তারা হলেন-টৈটং ঝুম পাড়া এলাকার নুরুল কাদের ছেলে আবদুল হামিদের ভাই আবদুল গফুর, মো. মুছার ছেলে বাদশা ও নাপিতখালী এলাকার ছিদ্দিক মেম্বারের ছেলে নুরুল কবির।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে পেকুয়া টৈটংস্থ ঝুম পাড়া এলাকায় র‍্যাব-৭ এর অধিনায়ক কর্মকর্তা এমএ ইউসুফ এক প্রেস ব্রিফিংয়ে এই অভিযানের তথ্য জানান।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ জানান, উপকূলীয় এলাকার শীর্ষ জলদস্যু পেকুয়ার কবির আহম্মদ র‌্যাবের হাতে ধরার পড়ার পর তার স্বীকারোক্তি মতে, ডাকাত আব্দুল হামিদের বাসায় গড়ে তোলা অস্ত্র কারখানায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৭।

তিনি জানান, গত দুইদিন ধরে র‌্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে আসছে। এ সময় হামিদের বাসা থেকে আটটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। পরে র‌্যাব আরও জানতে পারে পাহাড়ি এলাকায় হামিদের একটি অস্ত্র কারখানা রয়েছে। এবং ওই কারখানা থেকেও অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। মূলত হামিদ এই কারখানাটি তৈরি করে এবং কারখানার মূল কারিগর হচ্ছে আমিরুল। আমিরুলও র‌্যাবের হাতে ধরা পড়েছে। তবে এখন পর্যন্ত হামিদকে আটক করা সম্ভব হয়নি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট