চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

আনোয়ারায় আগুনে পুড়ল ৩ বসতঘর

আনোয়ারা সংবাদদাতা

২৬ অক্টোবর, ২০২৩ | ৭:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে ৩ বসতঘর পুড়ে গেছে।

বুধবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড রামকৃষ্ণ মিশন এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- স্থানীয় প্রপুন দাশ, প্রদীপ দে ও সাগর দে।

তারা জানান- আগুনে এনজিও সমিতির নগদ ১ লাখ ৪০ হাজার টাকাসহ ১০ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন ঘটনাস্থল পরিদর্শন করে নগদ আর্থিক সহায়তাও প্রদান করেন।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মংসুইনু মারমা জানান, ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করা হয়েছে দেড় লাখ টাকা। বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

পূর্বকোণ/সুমন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট