চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

সাঙ্গুতে নৌকাডুবে নিখোঁজ ৩, একজনের লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

২৬ অক্টোবর, ২০২৩ | ৪:০৬ অপরাহ্ণ

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবে নিখোঁজ তিনজনের মধ্যে লংরে খুমি নামে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে সাঙ্গু নদীর বড় পাথর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

এর আগে সকাল থেকে লাশ উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন সাঙ্গু নদীর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে।

 

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর জানিয়েছেন, বৃষ্টির কারণে সাঙ্গু নদীতে পানি বেড়ে যাওয়ায় উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ অপর দুটি লাশ উদ্ধারে দমকল বাহিনীর স্থানীয় লোকজন ও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদা কারবারি ম্রো পাড়া এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকা পাথরের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। নৌকাতে থাকা ওই এলাকার অংলে খুমি পাড়ার ৯ জনের মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ ছিল। এদের মধ্যে লংরে খুমির লাশ পাওয়া গেলেও এখনো নিখোঁজ রয়েছেন লংবে খুমি ও চয়‌অং খুমি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন