চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

রাউজানে শতবর্ষী পুকুর ভরাট করায় এক ব্যক্তিকে জরিমানা

রাউজান সংবাদদাতা

২৫ অক্টোবর, ২০২৩ | ১০:৫৫ অপরাহ্ণ

রাউজানের ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়য়নে শতবর্ষী পুকুর ভরাট করার অপরাধে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তি পশ্চিম গুজরার বাসিন্দা মোহাম্মদ শফি।

 

বুধবার (২৫ অক্টোবর) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুর ইসলাম অভিযানকালে এ অর্থদণ্ড দেন।

 

এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুর ইসলাম বলেন ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর বা জলাধার খুবই গুরুত্বপূর্ণ। অগ্নিকাণ্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পানির উৎস হিসেবে জলাধার সংরক্ষণ জরুরি। যদি কেউ আইন অমান্য করে জলাশয় ভরাট করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

পূর্বকোণ/জাহেদ/আরআর/পারভেজ

শেয়ার করুন