ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কক্সবাজারের বিভিন্ন উপজেলা। ঝড়ো বাতাসে এসব উপজেলায় গাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গেছে নানা স্থাপনাও। বিদ্যুতের খুটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিভিন্ন উপজেলা। অধিকাংশ উপজেলায় মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে।
জানা গেছে, এই ঘূর্ণিঝড়ে কক্সবাজারে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন- কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মো. আব্দুল খালেক (৪০) ও চকরিয়ার বদরখালী ইউনিয়নে আসকর আলী (৫০)। তবে নিহত আরেকজনের বাড়ি মহেশখালীতে বলে খবর পাওয়া গেছে। গাছ ও দেয়াল চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
এদিকে, একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে এসব গাছ সরানোর চেষ্টা চলছে।
আবহাওয়া অফিস জানায়, শক্তি হারিয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় হামুনের অগ্রভাগ আঘাত হানে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে। কক্সবাজারের কুতুবদিয়ার কাছ দিয়ে অতিক্রম করা শুরু করে এই ঘূর্ণিঝড়। এটি শেষ রাত নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল দিয়ে অতিক্রম সম্পন্ন করতে পারে।
পূর্বকোণ/এএইচ