চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় ২ ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে গুরুতর আহত ২

পটিয়া সংবাদদাতা

২১ অক্টোবর, ২০২৩ | ১১:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে পাথরবোঝাই ও বালুবোঝাই দুই ট্রাক এবং একটি প্রাইভেটকারের সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছে।

 

শনিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পটিয়া বাইপাস সড়কের ওয়াসা প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, বালুবোঝাই ট্রাকের চালক শহিদুল ইসলাম (২৪) ও হেলপার মো. ইমন (১৮)। শহিদুল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মনজুর আলমের ছেলে ও ইমন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকার মোহাম্মদ ফরিদের ছেলে।

 

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারমুখী পাথরবোঝাই একটি ট্রাক ও চট্টগ্রামমুখী বালুবোঝাই অপর একটি ট্রাক এবং চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।

 

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমদাদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ

শেয়ার করুন