চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

ইসরায়েলি আগ্রাসন বন্ধে টেকনাফে বিক্ষোভ

টেকনাফ সংবাদদাতা

২১ অক্টোবর, ২০২৩ | ১১:৪০ অপরাহ্ণ

‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন মুক্ত কর’ শ্লোগানে নিরীহ ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন প্যালস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার ২১ অক্টোবর বিকালে টেকনাফ পৌর ইমাম কমিটির আয়োজনে পৌরসভার কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

টেকনাফ উপজেলা ওলামা পরিষদের সহ-সভাপতি প্যানেল মেয়র মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা রফিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বদি। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, জেলা পরিষদ সদস্য জাফর আহমদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুর, টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ প্রমুখ।

 

বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, নায়েবে মুহতামিম, শিক্ষা পরিচালক, আবাসিক ছাত্রাবাস পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম-মুয়াজ্জিনসহ সর্বসাধারণ মাহফিলে উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট