চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

উখিয়ায় অস্ত্রসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

২১ অক্টোবর, ২০২৩ | ৭:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড রাইফেলের গুলিসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন পুলিশের সদস্যরা।

 

শনিবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উখিয়া ৫ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হল- ৪ নম্বর ক্যাম্পের ৫/জি-ব্লকের পেটান আলীর ছেলে কামাল হোসেন (৩০) ও মৃত নুর আহাম্মদের ছেলে ছব্বির আহম্মদ (৩৫)।

 

১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  স্থানীয় সৈয়দ উল্লাহর দোকানের সামনে থেকে ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড রাইফেলের গুলি ও ১টি রাইফেলের গুলির খোসাসহ কামাল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার হেফাজতে থাকা অস্ত্র-গুলি রোহিঙ্গা ছব্বির আহম্মদ নামের এক যুবক তাকে সরবরাহ করেছে। তার তথ্যমতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছব্বির আহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

 

তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ১৪ এপিবিএন’র অধিনায়ক মো. ইকবাল জানান।

 

পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট