সীতাকুণ্ডের কুমিরা ত্রিপুরা পাড়াতে অভিযান চালিয়ে বিপুল পরিমান বাংলা মদসহ ১১ উপজাতি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর শুক্রবার তাদেরকে আদালতে চালান দেয়া হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- নিত্য ত্রিপুরা (২৫), দ্বীপন ত্রিপুরা (২৯), ঘুম ত্রিপুরা (২০), সুপ্রিয় ত্রিপুরা (৪২), রতন ত্রিপুরা (৪৭), চেইন ত্রিপুরা (২৬), তন্ময় মাংসাং গারো (৩০), জুনাত্রি মুড়ং (২৬), সুয়াদেবি চাকমা (৫০), বনেশের ত্রিপুরা (৩৫), রাজিন্দ্র কারবারী পাড়া, রবি ত্রিপুরা (৫৩)।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, দুর্গা পূজায় কেউ যেন মদ্য পান করে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে লক্ষ্যে উপজেলা ব্যাপী মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে যেখানেই মাদক সেখানেই অভিযান করা হচ্ছে। বড় কুমিরা ত্রিপুরা পাড়ায় বেশ কিছু বাংলা মদ তৈরি করা হয়েছে বলে খবর পেয়ে সেখানে পুলিশ পরিদর্শক আব্দুর রহিম সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫৫০ লিটার মদসহ উপরোক্ত ১১ জনকে গ্রেপ্তার শেষে বর্ণিত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/সৌমিত্র/আরআর/পারভেজ