চট্টগ্রামের বোয়ালখালীতে দেশীয় তৈরি ২০ লিটার চোলাই মদসহ মো. করিম (৪৬) নামে এক মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। করিম উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা ফতেয়ারখীল এলাকার মৃত আবদুল হকের ছেলে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টায় মদ বিক্রির সময় করিমকে গ্রেপ্তার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ফতেয়ারখীল ডালার মোড় থেকে করিমকে মদসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ