চট্টগ্রামের হাটহাজারীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় ফারিয়া আক্তার (১৭) নামে এক মোটরবাইক আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় মোটরবাইক চালক মোহাম্মদ ফারুক (২২) গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারী-অক্সিজেন সড়কের বড়দীঘি পাড়ের উত্তর শাহজালাল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারিয়া ওই উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের লালিয়ারহাট এলাকার কাজীপাড়া হোসেন বাড়ির মো. মহিউদ্দিনের মেয়ে ও আহত ফারুক একই বাড়ির মো. কামাল উদ্দিনের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল। তিনি বলেন, বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফারিয়া আক্তার ঘটনাস্থলে নিহত হয়। বাইক চালক ফারুক গুরুতর আহত হয়। রাত ১১টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করছেন বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গুরুতর আহত ফারুক মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে চোধুরীহাট এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় অক্সিজেন-হাটহাজারী সড়কের বড়দীঘি পাড়ের উত্তরে শাহজালাল স্কুলের সামনে একটি বালুবাহী ট্রাক বাইককে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ফারিয়া নিহত হয়। ফারুককে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ