চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

বাঁশখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের

বাঁশখালী সংবাদদাতা

১৮ অক্টোবর, ২০২৩ | ১০:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের বাগমারা এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় রফিক আহমদ (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছে। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করে।

 

বুধবার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে কাথরিয়া বাগমারা অলিশাহ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রফিক আহমদ ওই ইউনিয়নের বাগমারা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মৃত মফজল মিয়ার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব চন্দ্র পোদ্দার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। গুরুতর বস্থায় রফিক আহমদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। নিহতের ৩ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।

 

পূর্বকোণ/অনুপম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট