চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

নানিয়ারচরে অটোরিক্সা উল্টে প্রাণ গেল যুবকের

নানিয়ারচর সংবাদদাতা

১৭ অক্টোবর, ২০২৩ | ১২:২১ অপরাহ্ণ

রাঙামাটির নানিয়ারচরে সিএনজিচালিত অটোরিক্সা উল্টে চিচিমনি চাকমা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত চিচিমনি চাকমা ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়ন ডাক বাংলোর ২ নম্বর ওয়ার্ডের লম্বা চাকমার ছেলে।

 

রবিবার (১৬ অক্টোবর) রাত ১১টায় উপজেলার ইসলামপুর এলাকার তেজমোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, গতকাল সোমবার রাত ১১টায় সিএনজিযোগে বগাছড়ি থেকে বাড়ি ফেরার পথে তেজমোড়ে অটোরিক্সা উল্টে চিচিমনি চাকমা নিহত হন।

 

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, আহত যুবককে স্থানীয়রা নানিয়ারচর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি ব‍্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট