চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামে মা ইলিশ রক্ষায় অভিযান, আড়াই লাখ টাকার জাল জব্দ

আনোয়ারা সংবাদদাতা

১৬ অক্টোবর, ২০২৩ | ৯:০৯ অপরাহ্ণ

মা ইলিশ রক্ষায় চট্টগ্রামের আনোয়ারার সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে আনুমানিক ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। জালগুলোর বাজার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

 

সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার রায়পুর ইউনিয়নের সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক বলেন, উপজেলার রায়পুর ইউনিয়নের সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে অবৈধ আনুমানিক ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এই সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট