চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

খেলার ছলে প্লাস্টিকের নৌকায় পুকুরে সাঁতার, ডুবে মৃত্যু যুবকের

রামু সংবাদদাতা

১৫ অক্টোবর, ২০২৩ | ৮:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে পুকুরে গোসল করতে নেমে মোহাম্মদ ইসলাম (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার সোয়ামিয়া পুকুরে গোসলে নেমে তার মৃত্যু হয়।

 

মৃত মোহাম্মদ ইসলাম উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভিলেজার পাড়ার বাসিন্দা সৈয়দ আহমদের ছেলে।

 

স্থানীয় ইউপি সদস্য হাসান তালুকদার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সোয়ামিয়া পুকুরে মোহাম্মদ ইসলামসহ তিন বন্ধু গোসল করতে নেমে একটি প্লাস্টিকের নৌকা নিয়ে খেলার ছলে হঠাৎ নৌকাটি ডুবে গেলে দুই বন্ধু সাঁতরে কূলে ফিরতে পারলেও ইসলাম পানিতে ডুবে যায়। স্থানীয়রা প্রায় আধাঘণ্টা চেষ্টার পর তাকে উদ্ধার করে। এরপর রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

পূর্বকোণ/নীতিশ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট