চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

রামুতে স্বর্ণকারের আত্মহত্যা

রামু সংবাদদাতা

১৫ অক্টোবর, ২০২৩ | ৮:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে কমল ধর (৪০) নামে এক স্বর্ণ ব্যবসায়ী আত্মহত্যা করেছে।

 

রবিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

 

মৃত কমল ধর ওই উপজেলার পূর্ব উমখালী ধরপাড়ার মৃত অতিথি ধরের ছেলে। তার ১২ বছর বয়সী ছেলে ও ১৩ বছরের মেয়ে রয়েছে।

 

কমল ধরের স্ত্রী সুমী ধর জানান, ‘সকাল সাড়ে ৯টার দিকে দেখি তিনি গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সাথে ঝুলছেন। ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত ও সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যদের সাথেও বিভিন্ন সময় অসংলগ্ন আচরণ করতেন।

 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

পূর্বকোণ/নীতিশ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট