চট্টগ্রামের বাঁশখালীতে মেসার্স ওয়ান স্টার ব্রিকস ম্যানুফ্যাকচারিং নামক ইটভাটায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রবিবার (১৫ অক্টোবর) উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমনি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন।
অভিযানে দীর্ঘদিন আইন অমান্য করে পাহাড়ের পাদদেশে পাহাড়ের গাছ ও মাটি কেটে ব্যবসা করায় মেসার্স ওয়ান স্টার ব্রিকস ম্যানুফ্যাকচারিং ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা এবং মেসার্স চৌধুরী ব্রিকস ওয়ার্কস নামক ইটভাটাটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, যারা আইন অমান্য করে পাহাড় ও গাছপালা কেটে ইটভাটা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের এই অভিযান চলমান থাকবে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ