চট্টগ্রাম শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

মিরসরাইয়ে পাওনা টাকা চাওয়ায় তিন জনকে কুপিয়ে জখম, আটক ১

মিরসরাই সংবাদদাতা

১৫ অক্টোবর, ২০২৩ | ১:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে মুদি দোকানের পাওনা টাকা চাওয়ায় আওয়ামী লীগ নেতাসহ তিন জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত থাকার দায়ে মো. শহীদুল ইসলাম রাসেল (২৯) নামে এক যুবককে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।

 

আহতরা হলেন- প্রবীণ আওয়ামী লীগ নেতা ও মুদি দোকানের মালিক রাজা মিয়া (৬৫), ফখরুল ইসলাম (৪২) ও মো. আব্দুল্লাহ (১৩)।

 

রবিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌরসভার মধ্যম মঘাদিয়া এলাকার জামাল মেম্বার বাড়ির একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী মো. কবির হোসেন জানান, রাজা মিয়ার দোকানে বকেয়া করতেন রাসেল। পাওনা টাকা চাওয়াতে সে ক্ষিপ্ত হয়ে প্রথমে রাজা মিয়াকে কুপিয়ে জখম করে। পরে আরও দুই ব্যক্তি রাজা মিয়াকে বাঁচানোর চেষ্টা করলে তাদেরও কুপিয়ে মারাত্মক জখম করে।

 

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (মাস্তান নগর হাসপাতাল) কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা ইসলাম জানান, একটি হামলার ঘটনায় রাজা মিয়া, ফখরুল ইসলাম ও মো. আব্দুল্লাহ নামের তিন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। গলায় ও হাতে গুরুতর জখম হওয়ায় রাজা মিয়াকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

 

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, পাওনা টাকাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় তিন ব্যক্তি আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল নামে এক যুবককে আটক করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট