চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে ৫ হাজার মিটার জাল পুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

সীতাকুণ্ড সংবাদদাতা

১৪ অক্টোবর, ২০২৩ | ৮:৪০ অপরাহ্ণ

২২ দিন ইলিশ শিকার বন্ধের সরকারি নির্দেশনা অমান্য করে ইলিশ শিকার করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচ হাজার মিটার জাল উদ্ধার করে পুড়িয়ে দেয়া হয়।

 

শনিবার (১৪ অক্টোবর) সকালে অ্যাসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের নেতৃত্বে উপজেলার বাড়বকুণ্ড থেকে কুমিরা এলাকায় অভিযান চালিয়ে জালগুলো ধ্বংস করা হয়।

 

তিনি বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমের ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে কতিপয় ব্যক্তি সাগরে মাছ শিকার করছে মর্মে খবর পেয়ে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ঘাট থেকে বাড়বকুণ্ড পর্যন্ত সন্দ্বীপ চ্যানেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রায় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয় এবং পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন