চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

১৪ বছর পালিয়ে বেড়ানোর পর অবশেষে ধর্ষক গ্রেপ্তার

সীতাকুণ্ড সংবাদদাতা

১৩ অক্টোবর, ২০২৩ | ১১:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ১৪ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না আমিরুল ইসলাম রাসেল নামে এক যুবকের।

 

শুক্রবার (১৩ অক্টোবর) নিজবাড়িতে অবস্থানকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

 

গ্রেপ্তার আমিরুল ইসলাম একই উপজেলার মুরাদপুর ইউনিয়নের উত্তর মাহমুদাবাদ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

 

জানা যায়, ২০০৯ সালে ২৬ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করে আমিরুল ইসলাম। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে পুলিশ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচার কার্য শুরু হয়। এ সময় আসামি পলাতক থাকলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু অত্যন্ত চতুর এই আসামি বারবার তার অবস্থান পরিবর্তন করতে থাকেন। এতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

শেষে শুক্রবার র‌্যাব গোপন সূত্রে জানতে পারে যে, আসামি তার নিজ বাড়ি সীতাকুণ্ডের মুরাদপুরে অবস্থান করছে। এই খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক ধর্ষণকারী সীতাকুণ্ডের উত্তর মাহমুদাবাদ এলাকায় অবস্থান করার খবর পেয়ে শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট