চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মহেশখালী আওয়ামী যুবলীগের আংশিক কমিটি অনুমোদন

মহেশখালী সংবাদদাতা

১৩ অক্টোবর, ২০২৩ | ৭:০৮ অপরাহ্ণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহেশখালী উপজেলার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

 

শুক্রবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেয়া হয়।

 

কমিটিতে মো. শাহজাহানকে সভাপতি ও সাজেদুল করিমকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির অন্যরা হলেন- সলিম উল্লাহ সেলিম ও মো. মামুন সহ-সভাপতি, অ্যাড. শেখ কামাল ও ওয়াজেদ আলী মুরাদ যুগ্ম সম্পাদক এবং মিফতাহুল করিম বাবু ও এম. নুরুদ্দিন মাসুদ সাংগঠনিক সম্পাদক।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হল। আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রের অনুমোদনের জন্য জমা দিতে হবে।

 

উল্লেখ্য, গত ১০ মার্চ মহেশখালী উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে সভাপতি পদে মো. শাহজাহান ও সাজেদুল করিম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাড. শেখ কামাল ও মিফতাহুল করিম বাবু প্রার্থী ছিলেন।

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট