কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হল-আকরামুল ইসলাম সাজিন (১৫) ও আরিফ ইসলাম (১৫) ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে এই ঘটনা ঘটে।
নিহত আকরামুল ইসলাম সাজিন কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়ার সাইফুল ইসলামের ছেলে এবং আরিফ ইসলাম একই এলাকার মৃত মাহাবুব আলমের ছেলে। দু’জনই শহরের পৌর প্রিপ্যাটারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা মিরজাদি মাহবুবা মৌনা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শৈবাল পয়েন্টে দুই ছাত্র গোসল করতে নামে। এ সময় ভেসে যাওয়া একজনকে উদ্ধার করা হলেও একজন ভেসে যায়। উদ্ধার হওয়া ছাত্রকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। পরে রাত ৮টা ১৫ মিনিটের দিকে শৈবাল পয়েন্ট থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আশেকুর রহমান পূর্বকোণকে বলেন, সৈকতে ভেসে যাওয়ার সময় উদ্ধার করা ছাত্র আকরামুল ইসলামকে হাসপাতালে আনার আগে মৃত্যু হয়েছে। তার লাশ হাসপাতালে রয়েছে।
পূর্বকোণ/জাহেদ/এএইচ