চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

উখিয়ায় অটোরিকশা-বাসের মুখোমুখি সংর্ঘষে প্রকৌশলী নিহত, আহত ৪

উখিয়া সংবাদদাতা

১২ অক্টোবর, ২০২৩ | ২:২৩ অপরাহ্ণ

উখিয়ার হিজোলিয়া স্টেশনে সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংর্ঘষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

 

নিহত জহুরুল হক (৪৮) স্থানীয় সরকার অধিদপ্তরের উপজেলার সহকারী প্রকৌশলী ছিলেন বলে জানা গেছে। তিনি কুষ্টিয়া সদরের নৃসিংহপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া হিজোলিয়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন।

 

উখিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে স্থানীয় সরকার অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জহুরুল হক নিহত হয়। এসময় সিএনজি অটোরিকশা চালক জহির উদ্দিনসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট