চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় ডিসলাইনে কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু

লোহাগাড়া সংবাদদাতা

১১ অক্টোবর, ২০২৩ | ৩:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় ডিসের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজয় দাশ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অজয় দাশ উপজেলার একই ইউনিয়নোর হিন্দুপাড়া এলাকার মেঘ নাথের ছেলে।

 

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পদুয়া ইউনিয়নের স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, উপজেলার পদুয়া স্কুল রোড এলাকায় ডিসলাইনে কাজ করছিলেন অজয় দাশ। কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. সোহেল জানান, বুধবার দুপুর ১২টার দিকে আজয়কে হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, অজয় নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট