চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

রাঙামাটিতে কাঠভর্তি ট্রাকে ব্রাশ ফায়ার, চালক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২৩ | ৪:৩৮ অপরাহ্ণ

রাঙামাটিতে কাঠভর্তি ট্রাকে ব্রাশ ফায়ার করেছে উপজাতীয় সন্ত্রাসীরা। সশস্ত্র সন্ত্রাসীদের আকস্মিক গুলিবর্ষণে ট্রাকচালক ছৈয়দ আলম বামপায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সোয়া ৯টায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

ট্রাকে অবস্থান করা কাঠের চালানদার জাকির হোসেন বলেন, সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর দেপ্পোছড়ি এলাকার উঁচু রাস্তা বেয়ে উঠার সময় রাস্তার ডান পাশের জঙ্গল থেকে আকস্মিকভাবে ব্রাশ ফায়ার করা হয়। এতে ট্রাকের দুই চাকা ফেটে যায় এবং গাড়ির বডি ছিদ্র হয়ে চালকের পায়ে গুলি লাগে। এরপর আমি চালককে নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে চলে আসি।

আহত চালক ছৈয়দের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন রানীরহাটের ঠান্ডাছড়ি এলাকায়।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর বলেন, গুলিবিদ্ধ হয়ে আহত ছৈয়দকে হাসপাতালে আনার সাথে সাথেই আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেছি এবং তিনি বর্তমানে আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল ও আশেপাশের এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট