চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় অবৈধভাবে তোলা ২ লাখ ঘনফুট বালু জব্দ

লোহাগাড়া সংবাদদাতা

৯ অক্টোবর, ২০২৩ | ১১:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২ লাখ ১৪ হাজার ৭ শ ৮০ ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

 

এ সময় চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলবুনিয়া খানদীঘি থেকে ১০ হাজার ৮ শ ঘনফুট, পুটিবিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সড়াইয়া বুরা মেম্বার পাড়া হতে ৭৬ হাজার ঘনফুট, একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সরই ব্রিজের উত্তর পাশে ১২ হাজার ৬ শ ঘনফুট ও দক্ষিণ পাশে ৭ হাজার ২ শ ৯০ ঘনফুট, পহরচাঁন্দা সরই ব্রিজের পূর্বপার্শ্বে ৫৩ হাজার ৮ শ ২০ ঘনফুট, গোরস্থান লোকমানের দোকানের পিছন থেকে ২৩ হাজার ৮ শ ৭০ ঘনফুট এবং গোরস্থান নয়া পাড়া থেকে ৩০ হাজার ৪ শ ঘনফুট বালু অবৈধভাবে উত্তোলন করা হয়েছে।

 

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লাখ ১৪ হাজার ৭ শ ৮০ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট