চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় ভাসমান ৫ শতাধিক দোকান উচ্ছেদ

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

৯ অক্টোবর, ২০২৩ | ১১:০০ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ দোকান উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন এবং পৌরসভা কর্তৃপক্ষ।

 

সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অন্তত ৫ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। সরিয়ে দেয়া হয় সড়কের পাশে যত্রতত্র পার্কিং করা তিন চাকার গাড়ি।

 

সরেজমিন দেখা যায়, দীর্ঘদিন ধরে পৌরশহরের চিরিঙ্গায় মহাসড়কের পাশে এবং অভ্যন্তরীণ সড়কগুলোতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় যানজট সৃষ্টিসহ লোকজনের চলাচলে ভোগান্তি পোহাতে হয়। এছাড়া সড়কজুড়ে সিএনজিচালিত অটোরিকশা ও টমটম স্টেশনের নামে রাস্তা দখল করায় যানজট লেগেই থাকে। স্থানীয় লোকজনের ভোগান্তি লাগবে সোমবার সকাল থেকে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।

 

মেয়র আলমগীর চৌধুরী বলেন, ফুটপাত দখল করে কোন ধরনের ব্যবসা করতে দেয়া হবে না। মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে তার জন্য পৌরসভা কর্তৃপক্ষ সবসময় সজাগ রয়েছে। ফুটপাত পুনরায় যাতে কেউ দখল করতে না পারে এ বিষয়ে কমিউনিটি পুলিশ কাজ করবে।

 

এদিকে ফুটপাতে ভাসমান কাপড় ব্যবসায়ী কামাল উদ্দিন বলেন, পুনর্বাসন না করে উচ্ছেদ করায় আমাদের আয়ের পথটি বন্ধ হয়ে গেছে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট