চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজারে ২ রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা

কক্সবাজার সংবাদদাতা

৯ অক্টোবর, ২০২৩ | ৭:৪৮ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে কক্সবাজারের দুইটি রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এর মধ্যে হান্ডি রেস্তোরাঁকে ১ লাখ টাকা ও প্রাসাদ প্যারাডাইসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক এএইচএম আসিফ বিন ইকরাম।

 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক এএইচএম আসিফ বিন ইকরাম জানান, সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে এসব রেস্তোরাঁয় খাবার তৈরি করা হচ্ছে। যার প্রধান ভোক্তা পর্যটকরা। পর্যটন নগরীতে এ ধরনের অনিয়ম চলতে দেয়া যায় না। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

 

পূর্বকোণ/আরাফাত/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট