চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা খাদে, আহত ২

রাজস্থলী সংবাদদাতা

৯ অক্টোবর, ২০২৩ | ৭:১৭ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙালহালিয়ায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা উল্টে খাদে পড়ে চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছে।

 

সোমবার (৯ অক্টোবর) বিকাল ৩টার দিকে বাঙালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়া পুলিশ ক্যাম্প সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, অটোরিকশা চালক মো. হাসান (২২) ও মাহ্লাউ মারমা (৩৮)।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাঙালহালিয়া বাজার থেকে যাত্রী নিয়ে (চট্টগ্রাম- থ- ১৪৩৮০৫) সিএনজিচালিত অটোরিকশাটি চন্দ্রঘোনা রাইখালী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে চালকসহ দুজন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় চন্দ্রঘোনা মিশন হাসপাতালে প্রেরণ করা হয়।

 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনা কবলিত হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/আজগর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট