চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৯ অক্টোবর, ২০২৩ | ১২:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া হত্যা মামলার পলাতক আসামি মো. ওসমানকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। ওসমান সীতাকুণ্ডের রঙ্গিপাড়া এলাকার আমিনুল হকের ছেলে।

 

রবিবার (৮ অক্টোবর) উপজেলার সোনারগাঁও ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব জানায়, ভুক্তভোগী ইব্রাহিম (৫৫) স্থানীয় মকবুল রহমান জুট মিলে চাকরি করতেন। ২০১৭ সালের জুলাই মাসে চাকরি থেকে ফেরার পথে তিনি ডাকাত দলের কবলে পড়েন। ডাকাত দলের সদস্যদের তিনি চিনতেন। এ কারণে মকবুলকে ছুরিকাঘাতে হত্যা করে তারা। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলায় পুলিশ অভিযোগপত্র দিলে ওসমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

 

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, হত্যা মামলার পলাতক আসামি ওসমানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট