চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মানিকছড়িতে চোলাইমদসহ আটক ২

মানিকছড়ি সংবাদদাতা

৮ অক্টোবর, ২০২৩ | ১১:৪৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে ৫১ লিটার দেশীয় চোলাইমদসহ দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জামতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হল, গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকার ডানপ্রু মারমা রেশমী (২৭) ও মানিকছড়ি উপজেলার একসত্যাপাড়া এলাকার মো. মোক্তার হোসেন (২৫)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামতল এলাকার মদিনা বিরিয়ানি হাউজের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় ৫১ লিটার চোলাইমদসহ দুজনকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

 

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম জানান, আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

 

পূর্বকোণ/ইসমাঈল/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট