চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

চকরিয়ায় পুলিশের ওপর হামলাকারী গ্রেপ্তার

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

৭ অক্টোবর, ২০২৩ | ১০:০১ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের উপর হামলা, হত্যাসহ ৭টি মামলায় পরোয়ানাভুক্ত আসামি বাহাদুর আলমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোনাখালী ইউনিয়নের আব্দুল হাকিমপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার বাহাদুর কোনাখালী ইউনিয়নের আব্দুল হাকিমপাড়ার মৃত মনছুর আলীর ছেলে।

 

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) অচিন্ত্য কুমার দে বলেন, ২০২১ সালে পুলিশের ওপর হামলা ও ২০১৯ সালের একটি হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি বাহাদুরকে গোপন সংবাদের ভিত্তিতে কোনাখালীর আব্দুল হাকিমপাড়া থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট