চট্টগ্রাম শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

স্বামী ৫ লাখ টাকা নিয়ে পলাতক, পুলিশের সহায়তা না পেয়ে আত্মহত্যার চেষ্টা নারীর

খাগড়াছড়ি সংবাদদাতা

৭ অক্টোবর, ২০২৩ | ৬:১০ অপরাহ্ণ

খাগড়াছড়িতে এক মা দুই শিশু সন্তান নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে জানা গেছে।

 

শনিবার (৭ অক্টোবর) দুপুরে পৌর শাপলা চত্বর এলাকায় জনসম্মুখে এ ঘটনা ঘটে। তবে তার চেষ্টা ব্যর্থ হয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের সহায়তায়।

 

জানা গেছে, আত্মহত্যার চেষ্টাকারী মায়ের নাম আমেনা বেগম। তিনি দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকার বাসিন্দা।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, এক মা দুই শিশু সন্তানকে নিয়ে গায়ে কেরোসিন ঢালে। এরপর আগুন লাগানোর চেষ্টা করলে পুলিশের হস্তক্ষেপে তাদের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে তারা পুলিশ পাহারায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

 

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আত্মহত্যার চেষ্টাকারী মা ও দুই শিশুকে উদ্ধার করে। মায়ের ব্যাগ তল্লাশি করে এক বোতল কীটনাশক ও লাইটার উদ্ধার করে। পুলিশ এ ঘটনা খতিয়ে দেখছে।

 

ওই মহিলার অভিযোগ, স্বামী মো. উজুত মিঞা তার জমি কেনার ৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। বেশ কিছুদিন ধরে পুলিশের কাছে বিচার চেয়ে কোন ধরনের সহায়তা না পাওয়ায় নিরুপায় হয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট