ইয়ংওয়ান কর্পোরেশন লিমিটেড কেইপিজেডের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সামাজিক পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) কেইপিজেডের হাসপাতাল এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন কেইপিজেড কর্পোরেশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মোহাম্মদ শাহজাহান।
এ সময় কেইপিজেডের মহা-ব্যবস্থাপক, মুক্তার হোসেন, উপ মহা-ব্যবস্থাপক মুশফিকুর রহমান, উপ মহা-ব্যবস্থাপক জহুর আলম চৌধুরী, সিনিয়র ব্যবস্থাপক মোবারক হোসেন, সহকারী ব্যবস্থাপক সৈয়দ হোসেন, মাঈনুল আহসান আলী, কর্মকর্তা মো. সেলিম চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য রুমি আক্তারসহ কেইপিজেডের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে কেইপিজেড কর্পোরেশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মোহাম্মদ শাহজাহান বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে এবং আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে আপনাদের সহযোগিতা করতে হবে। বর্তমানে দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ চলছে। তাই মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে বন্দর, গুয়াপঞ্চক, বৈরাগ, বদুলপুরা, বড়উঠানসহ কেইপিজেডের আশেপাশের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।
তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করে বলেন. ভবিষ্যতে স্থানীয়দের যেকোনো কর্মসূচিতে কেইপিজেড সার্বিক সহযোগিতা করবে।
কর্মসূচির আওতায় কেইপিজেড কর্তৃপক্ষের ১৩০ জন পরিচ্ছন্নকর্মী অংশ নিয়েছে। এছাড়াও এলাকায় লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনামূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ