চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

অন্ধকারে মলত্যাগ করতে গিয়ে সাপের কামড়ে রিকশাচালকের মৃত্যু

লোহাগাড়া সংবাদদাতা

২ অক্টোবর, ২০২৩ | ১১:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদে সাপের কামড়ে মো. ইউনুচ (৫৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে, সন্ধ্যার দিকে তাকে বিষাক্ত সাপে কামড় দেয়।

 

মৃত মো. ইউনুচ প্রকাশ মনিক্ষা ওই এলাকার মৃত সামশুল আলমের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।

 

বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমূল দত্ত।

 

জানা গেছে, মো. ইউনুচ বার আউলিয়া ডিগ্রি কলেজ গেট এলাকায় একটি চায়ের দোকানে চা পান করার পর প্রকৃতির ডাকে সাড়া দিতে দোকানের পাশের একটি নির্জনস্থানে যান। ওইখানে বিষাক্ত সাপ পায়ে কামড় দেয়। ওই সময় সামান্য যন্ত্রণা অনুভব হলে তিনি দ্রুত বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর যন্ত্রণা বেড়ে গেলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট