চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে ডুবে মোহাম্মদ হাফিজ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাস্টারহাট বশিউর রহমানের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফিজ ওই এলাকার আবদুস ছত্তারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. আমির হোসেন বলেন, খেলার ছলে সবার অজান্তে বসতবাড়ির পাশের পুকুরে পড়ে যায় হাফিজ। দীর্ঘক্ষণ ঘরে না দেখে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করার একপর্যায়ে পুকুরে লাশ ভাসতে দেখতে পায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ