চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালী উপজেলায় আমন ধানে ব্লাস্টের প্রাদুর্ভাব

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

৩০ সেপ্টেম্বর, ২০২৩ | ১:০৮ অপরাহ্ণ

বোয়ালখালী উপজেলায় আমন ধানে দেখা দিয়েছে ব্লাস্টের প্রাদুর্ভাব। এ রোগে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে প্রায় ৩০-৩৫ একর জমির ধান।

 

গত আগস্ট মাসে ভারী বৃষ্টিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির পর ঘুরে দাঁড়িয়ে ব্রি-২৮ জাতের ধানের আবাদ করেন কৃষকরা। সেই ধানে এখন মই দিচ্ছে ব্লাস্ট।

 

গতকাল শুক্রবার উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা সূর্যব্রর্ত বিল, ব্রহ্মপুত্র বিল ও বড়ুয়া বিল ঘুরে দেখা গেছে, একরের পর একর জমির আমন ধান ব্লাস্ট রোগে আক্রান্ত।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, ‘ব্রি ২৯, ব্রি ২৮ ও ব্রি ৫২ জাতের ধানে ব্লাস্টের প্রকোপ থাকে বেশি। এছাড়া দিন ও রাতের তাপমাত্রায় তারতম্য থাকলে বা প্রচুর গরম পড়লে এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। ছত্রাক নাশক ওষুধ ছিটিয়ে এ রোগ প্রতিরোধ করা যায়।’

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা উদয়ন আচার্য্য জানান, ‘ব্লাস্টের কারণে প্রায় ২ একর জমির ধান নষ্ট হয়ে গেছে। এ রোগ প্রতিরোধে কৃষকদের ছত্রাক নাশক নাটিবো ও লাল সার প্রয়োগ এবং পচা রোগের জন্য প্লেনাম টিটোগোল্ড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।’

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট