চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারায় যুবদলের মোটরসাইকেল শোভাযাত্রা

আনোয়ারা সংবাদদাতা

২৯ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:৪০ অপরাহ্ণ

আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় রোড মার্চ সফল করতে মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন চট্টগ্রাম আনোয়ারা উপজেলা যুবদল।

 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে বৈরাগ থেকে শুরু শোভাযাত্রাটি উপজেলার বটতলীসহ বিভিন্ন সড়ক হয়ে বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

উপজেলা যুবদলের আহ্বায়ক হারেজ আহম্মেদ হারেচের সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল সভাপতি মোহাম্মদ শাহজাহান। এ সময় উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক, সদস্যসহ বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদল সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে মরিয়া। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে। চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে এক দফা দাবি আদায়ে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ সফল করতে তিনি আহ্বান জানান।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট