চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে বাইকে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে আহত সেই ছাত্রের মৃত্যু

নাজিরহাট সংবাদদাতা

২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ৮:০২ অপরাহ্ণ

নিজের মোটরসাইকেল চালিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত তারেক (২০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে সে মৃত্যুবরণ করে। তারেক দাঁতমারা ইউনিয়নের দাওয়াতের টিলা এলাকার আবু তাহেরের একমাত্র ছেলে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকালে বাইক চালিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় দক্ষিণ দাঁতমারা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয় তারেক। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে পরিবারের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

এদিকে, এমন হৃদয়বিদারক ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বকোণ/মুন্না/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট