চট্টগ্রাম শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

পর্যটন দিবস: পারকি সৈকতে সেলফিতে মাতোয়ারা শিক্ষার্থীরা

আনোয়ারা সংবাদদাতা

২৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৭:০৯ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম পর্যটন এলাকা আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে পর্যটন দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেন পারকি বিচ কমিটি।

 

দিবসটি উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে ইউএনও মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে ভার্চুয়ালি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল বসর মোহাম্মদ ফখরুজ্জামান।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসাইন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, ইউপি সদস্য মো. তৌহিদসহ বারশত ও রায়পুর ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা।

 

বিচ কমিটির সভাপতি ইউএনও ইশতিয়াক ইমনের বলেন, পারকি সৈকত আধুনিক পর্যটনে রূপ নিবে। অমরা সকলে এই সৈকত এলাকার পরিবেশ রক্ষায় সচেতন হব।

 

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট