চট্টগ্রাম শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

আরসার গান কমান্ডার মুছাসহ গ্রেপ্তার ৪, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

২৭ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৪৪ পূর্বাহ্ণ

টেকনাফ থেকে আরসার শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এদের মধ্যে আরসার আরেক সন্ত্রাসী এবং তাদের সহযোগী বাংলাদেশি ২ জনও রয়েছে। তাদের আস্তানা থেকে প্রায় ৫০ কেজি বিস্ফোরক সাদৃশ বস্তু, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফের হোয়াইক্যং এলাকায় এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

 

তিনি জানান, উপজেলার হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে আরসার শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছা, আরসার আরেক সন্ত্রাসী ও তাদের সহযোগী ২ বাংলাদেশিসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আস্তানা থেকে প্রায় ৫০ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

 

এ অভিযান সংক্রান্ত বিষয়ে আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) কক্সবাজার র‌্যাব-১৫ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন র‌্যাবের পরিচালক (আইন ও গণমাধ্যম) কমান্ডার খন্দকার আল মঈন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট