চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা

২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মুরাদপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত শিশুর নাম মো. ওমায়ের (৪)। সে মুরাদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ‌অন্তর্গত বাংলাবাজার সর্দার বাড়ির প্রবাসী মো. সোহরাবের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশু ‍ওমায়ের মাদ্রাসা থেকে ফিরে খেলতে থাকে। একপর্যায়ে বাড়ির লোকদের অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পুকুরের কাছে গেলে সেখানে তার লাশ ভাসতে দেখেন।

 

মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুর থেকে উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট