চট্টগ্রামের বোয়ালখালীতে ফুটপাতে দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করে ব্যবসার দায়ে চার দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা সদরে এবং জোটপুকুর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।
তিনি বলেন, সড়কের ফুটপাতে দোকানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় ২টি ফলের দোকান, ১টি কাপড়ের ও ১টি মুদির দোকানদারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ফুটপাতে দোকানের মালামাল রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়েছে।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ