চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় ২১ মামলায় সাড়ে ৬১ হাজার টাকা জরিমানা

আনোয়ারা সংবাদদাতা

১৮ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:৪২ অপরাহ্ণ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রামের আনোয়ারায় ২১ মামলায় ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (১৮ সেপ্টেম্বর) পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।

 

জানা যায়, উপজেলার জয়কালী বাজারে ৩ মুদির দোকানে ১১ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন। অন্যদিকে সন্ধ্যায় উপজেলার চাতরী চৌমহনী বাজারে ১৮টি মামলায় ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন।

 

এ বিষয়ে নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, জনস্বার্থে ও বাজার দর নিয়ন্ত্রণের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট