চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

হাটহাজারীতে বন্ধুর মৃত্যুর খবর শুনে আরেক বন্ধুর মৃত্যু

হাটহাজারী সংবাদদাতা

১৮ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে মোহাম্মদ আরাফাত (২৮) নামে এক বন্ধুর মৃত্যুর সংবাদ পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ আজম (২৮) নামে আরেক বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

নিহত আরাফাত ওই ওয়ার্ডের আজিমপাড়া সাহাব্বীর বাপের বাড়ির মৃত মুছা সওদাগরের ছেলে। মোহাম্মদ আজম একই এলাকার মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে। একই বাড়ির দুই যুবকের মৃত্যুতে দুই পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

জানা যায়, আজিমপাড়া সাহাব্বীর বাপের বাড়ির ছেলে মোহাম্মদ আরাফাত আজ সকাল সাড়ে ৮ টায় হৃদ‌রো‌গে আক্রান্ত হয়ে মারা যায়। আরাফাতের মারা যাবার খবর শুনে একই বাড়ির বাল্যবন্ধু মোহাম্মদ আজম সকাল সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের লোকজন দ্রুত আজমকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করে। চমেক হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন আজিমপাড়া এলাকার গ্রাম মাতব্বর ও আজিমপাড়া বাইতুল আজিম জামে মসজিদের সাধারণ সম্পাদক আইয়ুব খান লিটন।

 

তিনি বলেন, আরাফাত ও আজম বাল্যবন্ধু ছিল। আরাফাতের মৃত্যুর খবর শুনে আজমও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। আরফাত পেশায় একটি মেটালের দোকানে চাকরি করতো এবং আজম পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিল।

 

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজম উদ্দীন বলেন, দুজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাটি মর্মান্তিক।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট