চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় পুকুর পাড়ে বৃদ্ধের লাশ, স্থানীয়দের ধারণা সাপের কামড়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৩ | ১:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় পুকুর পাড় থেকে ঝলসানো অবস্থায় মনির আহমদ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মনির আহমদপৌরসভার উত্তর গোবিন্দারখীল ইঞ্জিনিয়ার নুরুল আলম চৌধুরী বাড়ির মৃত আবদুর রশীদের ছেলে।

 

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে পটিয়া পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে দগ্ধ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাতে ছোট একটি কালো দাগ আছে। গায়ের চামড়াগুলো খসে পড়েছে। স্থানীয়দের ধারণা- বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট