চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সাপ উদ্ধারের পর উৎসুক জনতাকে দেখাতে গিয়ে কামড়ে উদ্ধারকর্মী আহত

সন্দ্বীপ সংবাদদাতা

১৬ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:২১ অপরাহ্ণ

সন্দ্বীপে বসতবাড়ি থেকে সাপ উদ্ধার করতে গিয়ে এক উদ্ধারকর্মী সাপের কামড়ে আহত হয়েছে। আহত উদ্ধারকর্মীর নাম মো. সাইমুন (২২)। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছে।

 

জানা যায়, শনিবার দুপুরে রহমতপুর ইউনিয়নের একটি বাড়িতে শুকাতে দেওয়া কাঠের ভিতর একটি বিষধর সাপ রয়েছে এমন সংবাদ পেয়ে সাপটি উদ্ধার করতে যায়। সাপ উদ্ধারের পর উৎসুক জনতার অনুরোধে সাপ দেখানোর সময় সাইমুনকে সাপে কাটে। তাকে দ্রুত উদ্ধার করে গাছুয়া সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সন্দ্বীপে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) না থাকায় পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

 

সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মানস বিশ্বাস বলেন, সাপের কামড়ে আহত একজনকে গাছুয়া সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।

 

আহত সাইমুন সাপ উদ্ধার কর্মী হিসেবে কাজ করতেন। সে পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় পোশাক সেলাইয়ের কাজ করেন।

 

পূর্বকোণ/নরোত্তম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট