চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে জমি নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

বাঁশখালী সংবাদদাতা

১৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত দুলামিয়া (৪৮) মারা গেছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত দুলামিয়া চাপাছড়ি গ্রামের মৃত আবুল খাইরের ছেলে।

এর আগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় দুই পক্ষের সংঘর্ষে দুলামিয়া গুরুতর আহত হন। তাকে প্রথমে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামে দুলামিয়া গংদের সঙ্গে হেলাল উদ্দিন গংদের জমি দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এই নিয়ে প্রসাশন ও আদালতে বিচারাধীন রয়েছে। গত ৮ সেপ্টেম্বর দুপুরে ধান রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ ঘটনায় দুই পক্ষের ১০/১২ জন আহত হন। পাল্টাপাল্টি মামলা দায়েরও হয়।

মামলা তদন্ত কর্মকর্তা এসআই মুজিবুর রহমান বলেন, চাপাছড়ি গ্রামে ধানী জমি দখল নিয়ে ৮ সেপ্টেম্বর সংঘর্ষ ঘটনায় আহত দুলামিয়া মারা গেছেন। তার লাশ ময়না তদন্ত জন্য মর্গে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/অনুপম/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট