চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারায় শিয়ালের কামড়ে ৯ জন আহত

আনোয়ারা সংবাদদাতা

১৫ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় শিয়ালের কামড়ে ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগাড়া গ্রামের ফুলতল এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- হাসিনা আক্তার (৬৫), মোহাম্মদ হাশেম (৪৯), নেহা আক্তার (৩৭), তানজিনা আক্তার (৩৬), জ্যোৎস্না আক্তার (৩২), রাজীব (৪২), মোহাম্মদ মনির (২০), নুর আয়েশা (৬০) ও জান্নাতুল ফেরদৌস (৩৬)।

 

স্থানীয় ইউপি সদস্য শামসুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে শঙ্খ নদীর পাড়ের ঝোপঝাড় থেকে এসে হঠাৎ একটি শিয়াল রাস্তায় পথচারীদের কামড়াতে থাকে। একপর্যায়ে শিয়ালটিকে ধাওয়া দিলে পার্শ্ববর্তী ঘরে ঢুকে কয়েকজনকে কামড় দেয়। পরবর্তীতে গ্রামের লোকজন শিয়ালটিকে ধাওয়া দিয়ে পিটিয়ে মেরে ফেলেন।

 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশীদ বলেন, শিয়ালের কামড়ে আহত ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট