সাতকানিয়ার মাদার্শায় আগামী ৩ বছরের জন্য ‘বার আউলিয়া ইসলামিক কমপ্লেক্সে’র নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
এ উপলক্ষে এক সভা শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপদেষ্টা জামাল হোসেনের সভাপতিত্বে কমপ্লেক্স অফিসে অনুষ্ঠিত হয়।
সভায় কমিটির সকল সদস্য ও মুসল্লিদের সর্বসম্মতিক্রমে কমপ্লেক্স প্রতিষ্ঠাতা, বশির উদ্দিন আহমদকে সভাপতি, নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ হেলালকে অর্থ সম্পাদক করে ২৬ সদস্যের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সহ সভাপতি মোহাম্মদ ইসহাক লিটন, কামাল উদ্দিন, মোহাম্মদ জাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ ইউসুফ, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ গফুর, মোহাম্মদ দিদার, প্রচার সম্পাদক আবুল কালাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসান, ধর্মীয় সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সদস্য আবুল হোসেন, আকতার হোসেন, মোহাম্মদ মালেক, শাহাদত হোসেন, আবুল বশর, ফকির আহমদ, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ রফিক, সুমন, সিরাজ, ফয়সাল ও তৌহিদ।
শেষে কমপ্লেক্সের সার্বিক উন্নয়ন ও নতুন কমিটির সহযোগিতা কামনা করে মোনাজাত করেন কমপ্লেক্সের খতিব মাওলানা জালাল উদ্দিন।
পূর্বকোণ/এএইচ